বৃহস্পতিবার- ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

আরটিজিএস লেনদেনের সময়সূচিতে পরিবর্তন এনেছে বাংলাদেশ ব্যাংক

rtgs-somoysochi-poriborton-bangladesh
ছবি সংগৃহীত

বাংলাদেশের সব তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান আরটিজিএস লেনদেনে নতুন সময়সূচি কার্যকর করতে প্রস্তুত। কেন্দ্রীয় ব্যাংক আশা করছে, এতে গ্রাহক সুবিধা বাড়বে এবং লেনদেনের কার্যকারিতা বৃদ্ধি পাবে।

বাংলাদেশ ব্যাংক আরটিজিএস (রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট) লেনদেনের সময়সূচিতে পরিবর্তন এনেছে। ৫ অক্টোবর থেকে, দেশের সব তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান এই নতুন সময়সূচি অনুযায়ী লেনদেন কার্যকর করবে। নতুন সময়সূচিতে বাংলাদেশি টাকায় লেনদেন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত, আর বৈদেশিক মুদ্রায় সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত করা যাবে।

আন্তঃব্যাংক ফান্ড ট্রান্সফার ও রিটার্ন বাংলাদেশি টাকায় সকাল ১০টা থেকে বিকেল সোয়া ৫টা পর্যন্ত, আর বৈদেশিক মুদ্রায় সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত করা সম্ভব হবে। বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত গ্রাহক লেনদেন শুধুমাত্র অনলাইন প্ল্যাটফর্ম যেমন ইন্টারনেট ব্যাংকিং, মোবাইল অ্যাপ ও করপোরেট সল্যুশনের মাধ্যমে পরিচালিত হবে।

বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট জানিয়েছে, নতুন সময়সূচি ইলেকট্রনিক লেনদেনের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করবে এবং ক্রমবর্ধমান গ্রাহক চাহিদা পূরণে সহায়ক হবে। এর নির্দেশনা দেশের সব তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়