
কলা শুধু শরীরের জন্য নয়, চুলের যত্নেও অসাধারণ। ঘরে বসেই কলা, দই, মধু বা অ্যালোভেরার সঙ্গে তৈরি হেয়ার প্যাক ব্যবহার করে স্পার মতো চুলের ফলাফল পাওয়া সম্ভব।
ব্যস্ত জীবনে পার্লারে গিয়ে চুলের যত্ন নেওয়া সবসময় সম্ভব হয় না। তবে রান্নাঘরের সাধারণ উপাদান দিয়েই চুলে স্পার মতো ফলাফল আনা সম্ভব। বিশেষ করে কলা ব্যবহার করে তৈরি হেয়ার প্যাক চুলকে ঝলমলে, নরম ও ঘন রাখতে কার্যকর।
কলাকে দই, মধু বা অ্যালোভেরার সঙ্গে মিশিয়ে সপ্তাহে অন্তত দু’বার ব্যবহার করলে চুলের গোড়ায় পুষ্টি পৌঁছায় এবং প্রাকৃতিক উজ্জ্বলতা ফিরে আসে। কলা ও দইয়ের হেয়ার প্যাক চুলকে মসৃণ ও নরম করে। কলা ও মধু মিশিয়ে ব্যবহারে মাথার ত্বকের শুষ্কতা দূর হয়। কলা ও অ্যালোভেরার সংমিশ্রণে চুলে আলাদা চমক ও উজ্জ্বলতা আসে।
ঘরে বসেই এই প্রাকৃতিক পদ্ধতি অবলম্বন করলে ব্যয়বহুল স্পা ছাড়াই চুলের স্বাস্থ্য ও সৌন্দর্য বজায় রাখা সম্ভব।