
সুপ্রদীপ চাকমা, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা, জানিয়েছেন ইউপিডিএফের অপরিপক্ব আন্দোলনের প্রভাব ও ক্ষতি খাগড়াছড়ির সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলেছে।
রাঙ্গামাটির শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে মন্দির পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সুপ্রদীপ চাকমা এ কথা জানান।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, পাহাড়ের জনগণ দীর্ঘদিন ধরে পাহাড় থেকে সেনা হটাও’ স্লোগান দেয়।কিন্তু বাস্তবতা আলাদা — শর্ত পূরণের পরই সেনাবাহিনী উঠবেন বা থাকবেন না, সেটা আমরা অনুধাবন করবো। তখনই সিদ্ধান্ত নেওয়া হবে।” তিনি সোমবার (২৯ সেপ্টেম্বর) রাঙ্গামাটির শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মন্দির পরিদর্শনের সময় সাংবাদিকদের এসব কথা বলেন।
তারেক রহমানের হিন্দু সম্প্রদায়ের প্রতি দুর্গাপূজা শুভেচ্ছা ও সম্প্রীতি আহ্বান
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেন, “সব মিলিয়ে কেন ভালো দিকে এগিয়ে যেতে পারছি না। মা দুর্গার আশীর্বাদে প্রার্থনা করি, যাতে আমরা শান্তিতে ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক নিয়ে থাকতে পারি। এটি আমার কামনা ও বাসনা।”
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মন্দির পরিদর্শনের সময় রাঙ্গামাটির জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ, পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন, পার্বত্য জেলা পরিষদের সদস্য বৈশালী চাকমা, সাগরিকা রোয়া ও অন্যান্য সনাতনী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।





















