বৃহস্পতিবার- ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

ইন্টার মায়ামি-টরন্টো: মেসি গোল করতে পারলেন না, ড্রয়ে শেষ ম্যাচ

messi-mls-gol-inter-miami-toronto-draw
ছবি: সংগৃহীত

মেজর লিগ সকারে (MLS) লিওনেল মেসির টানা তিন ম্যাচে পাঁচ গোলের দুর্দান্ত ধারা রবিবার টরন্টো এফসির মাঠে থমকে গেল, যখন ইন্টার মায়ামির সঙ্গে তাদের ম্যাচ ১-১ গোলে ড্র হয়। ৩৮ বছর বয়সী আর্জেন্টাইন মহাতারকা মেসি একাধিক সুযোগ তৈরি করলেও টরন্টোর গোলরক্ষক শন জনসনের নায়কোচিত সেভে গোল করতে ব্যর্থ হন। প্রথমার্ধের যোগ করা সময়ে জর্দি আলবারের ক্রস থেকে হেড করে তাদেও আলেন্দে মায়ামিকে ১-০ এগিয়ে দেন।

 

দ্বিতীয়ার্ধের ৬০ মিনিটে রক্ষণভাগের ভুলে জর্জি মিহাইলোভিচ টরন্টোর হয়ে সমতা ফেরান। শেষ মুহূর্তে জনসন দু’বার মেসিকে থামিয়ে ম্যাচের পার্থক্য সৃষ্টি করেন।

ম্যাচ শেষে ইন্টার মায়ামির কোচ হাভিয়ের মাসচেরানো বলেন, আমরা জয়ের যোগ্য ছিলাম। আমাদের বেশি সুযোগ ছিল, কিন্তু টরন্টোর গোলরক্ষকই শেষ পর্যন্ত ম্যাচের পার্থক্য গড়ে দিয়েছেন।

এ পর্যন্ত ২৪ ম্যাচে ২৩ গোল করে MLS-এর সর্বোচ্চ গোলদাতা থাকা মেসি ড্রয়ের পরও ইন্টার মায়ামিকে পূর্বাঞ্চলীয় কনফারেন্সে চতুর্থ স্থানে রাখেন। শীর্ষে থাকা ফিলাডেলফিয়ার থেকে তারা সাত পয়েন্ট পিছিয়ে থাকলেও হাতে রয়েছে দুটি ম্যাচ।

 

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়